রোববার (২৮ মে) এন বীরেন সিং বলেন, আমরা খবর পেয়েছি যে ৪০ ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে।
তিনি দাবি করেন, ‘সন্ত্রাসীরা’ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। অনেক গ্রাম পুড়িয়ে দিয়েছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গতকাল রাত ২টার দিকে 'বিচ্ছিন্নতাবাদীরা' একযোগে ইম্ফল উপত্যকায় এবং তার আশেপাশের ৫টি এলাকায় আক্রমণ করে। এলাকাগুলো হলো সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং ও সেরু। আরো অনেক এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ চলছে এবং রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ৩ মে থেকে শুরু হওয়া এ সংঘাতে মণিপুর ২৫ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বিহীন অবস্থায় আছে।
অর্থসংবাদ/এসএম