বিএসইসিতে বড় রদবদল

বিএসইসিতে বড় রদবদল
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল করা হয়েছে। একই সঙ্গে কমিশন কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম মোতাবেক কর্মচারীদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩১ মে ) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মো: নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসইসির এডমিন অ্যান্ড ফাইন্যান্স, কমিশন সেক্রেটারিয়েট এবং ডেরিভেটিভস বিভাগের দেখভাল করবেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স, কর্পোরেট ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং চিফ অ্যাকাউন্ট্যান্ড বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএসইসির কমিশনার ড. শেখ সামছুদ্দিন আহমেদ।

আরেক কমিশনার মো. আব্দুল হালিমকে মার্কেট অ্যান্ড ইন্টারমেডিয়ারিজ অ্যাফেয়ার্স এবং মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, আর অ্যান্ড ডি, আইসিটি এবং ইন্টার্নাল অডিট ও কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান। এছাড়াও ল অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. রুমানা ইসলাম।

নির্বাহী পরিচালকদের দায়িত্বপ্রাপ্ত বিভাগ:
মো. হাসান মাহমুদ (কর্পোরেট ফাইন্যান্স), মো. আনোয়ারুল ইসলাম (মার্কেট অ্যান্ড ইন্টারমেডিরিজ অ্যাফেয়ার্স), মো. সাইফুর রহমান (ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স), মো. আশরাফুল ইসলাম (আইসিটি), এটিএম তারিকুজ্জামান (ফাইন্যান্সিয়াল লিটারেসি), মো. মাহবুবুল আলম ( অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, কমিশনস সেক্রেটারিয়েট), মাহবুবের রহমান চৌধুরী (আইন), কামরুল আনাম খান (ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ), মোহাম্মদ রেজাউল করিম (ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ডেরিভেটিভস বিভাগ ও মুখপাত্র), মোহাম্মদ শফিউল আজম (আর অ্যান্ড ডি), রিপন কুমার দেব নাথ (মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন), মীর মোশাররফ হোসাইন চৌধুরী (এনফোর্সমেন্ট)।

পরিচালকরা কে কোন শাখায়:
প্রদীপ কুমার বসাক (এডমিনিস্ট্র্যাশন, এফএল পলিসি, এফল ট্রেনিং), মো. মাহমুদুল হক (মিউচুয়াল ফান্ড, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট, কমিশনস সেক্রেটারিয়েট, পাবলিক রিলেশন), মো. জাহাঙ্গীর আলম (ক্যাপিটাল ইস্যু, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, রেজিস্ট্রেশন), আবুল কালাম (ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, কমোডিটি প্রোডাক্ট, লিগ্যাল সার্ভিস), মো. মনসুর রহমান (কর্পোরেট গভর্ন্যান্স, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন), মো. আবুল হাসান (ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, মার্কেট ইন্টিলিজেন্স, অ্যাকাউন্টিং, কর্পোরেট রিপোর্টিং), রাজিব আহমেদ (এমআইএস), শেখ মাহবুব উর রহমান (সার্ভেইল্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স), ফারহানা ফারুকি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সুপারভিশন অব মার্কেট অ্যান্ড মার্কেট ইন্টারমেডিরিজ), আবু রায়হান মো. মুতাসিম বিল্লাহ (রিসার্চ অ্যান্ড ডেভেলোপমেন্ট), ফখরুল ইসলাম মজুমদার ( এনফোর্সমেন্ট, ইন্টার্নাল অডিট), এ.এস.এম মাহমুদুল হাসান (লিগ্যাল সার্ভিস)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত