বৃহস্পতিবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২১ মে স্টার এডহেসিভের শেয়ারদর ছিল ৪৬ টাকা ৪০ পয়সা। ৩১ মে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৬২ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। শতাংশ হিসেবে দরবৃদ্ধির পরিমাণ ৩৪ দশমিক ৪৮ শতাংশ।
অস্বাভাবিকভাবে স্টার এডহেসিভের শেয়ারদর বৃদ্ধির প্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটির কাছে কারণ জানতে চাওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।