বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে ব্যাংকান্স্যুরেন্স

বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে ব্যাংকান্স্যুরেন্স
ব্যাংকান্স্যুরেন্স বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে বলে মনে করে বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন (বিএনআইএ)।

রবিবার (৪ জুন) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট বরাবর দেওয়া এক চিঠিতে নিজেদের শঙ্কার কথা জানায় বিএনআইএ।

সংগঠনটির সভাপতি মো. মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সৈনিক আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বীমা শিল্পে কর্মরত হাজার হাজার কর্মী গভীর উদ্বেগের সহিত লক্ষ করছি, ব্যাংকাস্যুরেন্স চালু প্রক্রিয়াধীন। এ প্রকল্পটি চালু হলে দীর্ঘ অনেক বছর বীমা শিল্পে কর্মরত কর্মীদের কর্মের পরিধি সংকুচিত হবে। ফলে লক্ষ লক্ষ বীমা কর্মী বেকারত্ব নামক অভিশপ্ত জীবনের চরম সংকটে নিপতিত হবে। ফলশ্রুতিতে বীমা শিল্পে বিশৃঙ্খলা দেখা দিবে। যা কোন অবস্থাতেই কাম্য নয়। উক্ত প্রকল্পটি অবিলম্বে বন্ধ করা হউক।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন বীমা শিল্পের উন্নয়নে এক ঝাক নিবেদিত প্রাণ। আমরা মনে করি বর্তমান জনবান্ধব সরকার বীমা কর্মীদের স্বার্থবিরোধী কোন কার্যক্রম গ্রহণ করবে না

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ