রবিবার (৪ জুন) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট বরাবর দেওয়া এক চিঠিতে নিজেদের শঙ্কার কথা জানায় বিএনআইএ।
সংগঠনটির সভাপতি মো. মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সৈনিক আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বীমা শিল্পে কর্মরত হাজার হাজার কর্মী গভীর উদ্বেগের সহিত লক্ষ করছি, ব্যাংকাস্যুরেন্স চালু প্রক্রিয়াধীন। এ প্রকল্পটি চালু হলে দীর্ঘ অনেক বছর বীমা শিল্পে কর্মরত কর্মীদের কর্মের পরিধি সংকুচিত হবে। ফলে লক্ষ লক্ষ বীমা কর্মী বেকারত্ব নামক অভিশপ্ত জীবনের চরম সংকটে নিপতিত হবে। ফলশ্রুতিতে বীমা শিল্পে বিশৃঙ্খলা দেখা দিবে। যা কোন অবস্থাতেই কাম্য নয়। উক্ত প্রকল্পটি অবিলম্বে বন্ধ করা হউক।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন বীমা শিল্পের উন্নয়নে এক ঝাক নিবেদিত প্রাণ। আমরা মনে করি বর্তমান জনবান্ধব সরকার বীমা কর্মীদের স্বার্থবিরোধী কোন কার্যক্রম গ্রহণ করবে না