বেঙ্গল পলিমার ওয়্যারস্ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, ডিজিএম (মার্কেটিং) জোহেব আহমেদ, ডিজিএম (ফার্নিচার) হারুন অর রশিদ, ডিজিএম (হাউসওয়্যার্) ফজলে রাব্বী শপটির উদ্বোধন করেন।
প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিকসে্র উৎপাদিত আন্তর্জাতিক মানের নিত্যব্যবহার্য প্লাস্টিক গৃহসামগ্রী ও প্লাস্টিক ফার্নিচার দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দিতে শো-রুমটি চালু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের সমন্বয় করেন মার্কেটিং বিভাগের খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, স্থানীয় পরিবেশক রাশেদুল ইসলাম ও বগুড়া শহরের স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।