দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নীতির স্থায়িত্ব প্রয়োজন

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নীতির স্থায়িত্ব প্রয়োজন
দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। এর মধ্যেই আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। এমন পরিস্থিতিতে সরকারকে কিছু সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নীতিগত বিষয়গুলোর স্থায়িত্ব থাকতে হবে। যেমন আয়কর, কার্বন শুল্ক, বৈদেশিক মুদ্রানীতি, রফতানি বৈচিত্র্যকরণ, জ্বালানি, আমদানি শুল্ক, ন্যূনতম করহার, ডিজিটাল ইকোনমি, ব্যাংক খাতের স্থায়িত্ব, লজিস্টিক ইত্যাদি। সরকারের বিভিন্ন নীতিতে খুব দ্রুত পরিবর্তন দেখা যায়, যেটি অর্থনীতির জন্য ক্ষতিকর।

বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (অ্যামচেম) আয়োজিত ‘বাজেট-পরবর্তী প্যানেল আলোচনা’য় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতির বিবেচনায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা বাস্তবসম্মত হয়নি। তবে তা আগামী ২০২৪-২৫ অর্থবছরে সম্ভব হতে পারে। সরকারকে এখনই গুরুত্বপূর্ণ পণ্যের মজুদ বাড়াতে হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) প্রত্যেক জেলায় মজুত বাড়াতে হবে। এ বিষয়ে কাজ শুরু করতে হবে, যাতে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়।’

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সরকারকে নতুন কর নীতি সম্পর্কে সতর্ক হতে হবে। আমাদের এখন আয়কর প্রশ্নে নতুন আইনের প্রয়োজন এটা সত্য। কিন্তু সেটি যেন জনগণের জন্য বোঝা না হয়ে যায়। আমাদের এখন আন্তর্জাতিক মানের একটি আয়কর আইন প্রয়োজন। কিন্তু বর্তমানে যে আইনটি সংসদে আলোচনার জন্য অপেক্ষমাণ সেটি কি আন্তর্জাতিক মানদণ্ডের? আমরা কি এ ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ওপরই নির্ভর করব? আমার মনে হয় এর সঙ্গে জড়িত পক্ষগুলোর সঙ্গেও আলোচনা করার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমি সরকারকে বলব, তাড়াহুড়ো না করতে। সময় নিন, সব পক্ষের সঙ্গে আলোচনা করুন, আন্তর্জাতিক মানের দিকেও খেয়াল করুন। এটি নিয়ে আরো ভাবুন। তারপর সংসদে আলোচনার জন্য নিয়ে আসুন।’

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান