অর্থের লোভে নয়, সৌদি মুসলিম দেশ তাই এসেছি

অর্থের লোভে নয়, সৌদি মুসলিম দেশ তাই এসেছি
কদিন আগেও কেউ ভাবেনি করিম বেনজেমা দলবদলে সৌদির কোনো ক্লাবকে বেছে নেবেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক চুকিয়ে বেনজেমা এখন সৌদি আরবে। হঠাৎ তার এই যোগ দেওয়ার খবর আসে আল ইত্তিহাদে।

ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন তিনি। রিতীমত ভালো ফর্মেই আছেন এই বিশ্বমানের তারকা। ইউরোপের বড় বড় এত লিগ থাকতে সৌদি আরব কেন? বেনজেমা জানালেন, নতুন কিছুর চ্যালেঞ্জ তিনি নিতে চান।

অনেকেই মনে করছেন, বছরে প্রায় ২০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাবই বেনজেমাকে সৌদি আরবে নিতে বড় ভূমিকা রেখেছে। তবে ফরাসি তারকা জানালেন, তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে একজন মুসলিম হিসেবে মুসলিম দেশে আসতে পারাটা।

বেনজেমা বলেন, 'আমি একজন মুসলিম, এটা (সৌদি আরব) একটা মুসলিম দেশ। আমি এখানে থাকতে চেয়েছি। আমি সৌদিতে এসেছি এবং এখানে ভালো লাগে।'

ব্যালন ডি'অরজয়ী তারকা যোগ করেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা একটা মুসলিম দেশ, প্রিয় এবং সুন্দর। যখন আমি আমার পরিবারকে সৌদি আরবে আসার কথা জানালাম, তারাও সবাই খুশি ছিল। আমি এখানে এসেছি। আমি আসলে এটাই চেয়েছিলাম।'

সৌদিতে বেনজেমা পাচ্ছেন তার সাবেক রিয়াল সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ যুবরাজের এখানে থাকাটাকেও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করছেন বেনজেমা।

তিনি বলেন, 'আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি আরবে আছেন।তিনি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি এই দেশে ফুটবলের অনেক কিছু নিয়ে এসেছেন, তারও খেলার লেভেল আরও বাড়িয়েছেন। সৌদি আরবের ফুটবলের বিশ্বে একটা প্রভাব আছে, এটা দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে