যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার জানায়, এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২৩ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছয় মাসের সর্বোচ্চে। অর্থনীতিবিদদের শঙ্কা, বাণিজ্য ঘাটতির প্রভাবে চলতি প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি ২ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট সংকুচিত হতে পারে। এছাড়া বৈশ্বিক চাহিদায় শ্লথগতি ও ডলারের শক্ত অবস্থানে রফতানি কমতে পারে।