বাংলাদেশ ব্যাংকের নির্দেশে গত ৮ জুন মাদারীপুরে লিড ব্যাংক হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক লিমিটেড। মাদারীপুরে পরিচালনারত ২২টি ব্যাংক এই কর্মসূচীতে অংশগ্রহণ করে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক দেবাশীষ রায়, সহকারী পরিচালক মো. ওবায়দুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর গ্রাহকদের হাতে ২.১৭ কোটি টাকার স্পট লোন তুলে দেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম ভূঁইয়া, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ বেলাল হোসেন, ব্র্যাক ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স মোহাম্মদ জাকিরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের বরিশাল আঞ্চলিক প্রধান বিধান চন্দ্র মুখার্জী, ব্র্যাক ব্যাংকের মাদারীপুর শাখার ব্যবস্থাপক আবদুস সালাম সিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১০/৫০/১০০ টাকা প্রাথমিক জমায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্টহোল্ডার, ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ের মালিকেরা ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় তারা সহজেই এই মেয়াদী ঋণটি নিতে পারবে। এই সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক জনগণ ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে পারবে এবং নতুন ব্যবসায় স্থাপন করতে পারবে। এভাবে জীবিকা নির্বাহ করে তারা তাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। যেহেতু এই ব্যবসাগুলো বেশিরভাগই গ্রামাঞ্চলে অবস্থিত, এই প্রকাশ্যে ঋণ কর্মসূচীটি সেখানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হয়।
অর্থসংবাদ/এসএম