ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শনে গুগল প্রতিনিধিরা

ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শনে গুগল প্রতিনিধিরা
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শন করেছে টেক জায়ান্ট গুগলের একটি প্রতিনিধি দল।

তিন সদস্যের প্রতিনিধি দলটি গত ২৩ মে হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সদর দপ্তর পরিদর্শনকালে সর্বাধুনিক প্রযুক্তির টিভি উৎপাদনকারী প্লান্ট সরেজমিনে ঘুরে দেখেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

প্রতিনিধিদলে সাউথ-ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের গুগল প্লাটফর্মস ও ইকোসিস্টেম পার্টনারশিপস ডিরেক্টর মাহিন সাহিন, প্লাটফর্মস ও ইকোসিস্টেম পার্টনারশিপস প্রধান উসমান শেখ এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কায় গুগলের হেড অব ইন্ডাস্ট্রি গোলাম কিবরিয়া ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও প্রজেন্টেশন দেখাসহ কোম্পানিটির প্রডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন তারা।

এসময় ওয়ালটনের গুগল টিভি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভিতে সবশেষ প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক নতুন ফিচার সংযোজন, গুগল ইকোসিস্টেম ও ওটিটি প্লাটফর্ম ডেভলপমেন্ট বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গুগলের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহিন সাহিন লিংকডইনে বলেন, "বাংলাদেশে আমাদের ওইএম পার্টনার ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করে অভিভূত। তাদের বিশাল উৎপাদন কর্মযজ্ঞ সত্যিই প্রশংসনীয়। লোকাল চ্যাম্পিয়নের ক্ষেত্রে ওয়ালটন এক উদাহরণ সৃষ্টি করেছে।”

পরিদর্শনকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা নাহিদ হোসেন, ডেপুটি সিবিও মুহাম্মদ আলী, টিভি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান মিথুন চক্রবর্তী, ম্যানেজমেন্ট প্রতিনিধি ইমান হোসেন, হুমায়রা হোসেন ও আরমান ইবনে শাহজাহান উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি