সূত্র মতে, সোমবার (১২ জুন) মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার এদিন সর্বশেষ ১০৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আর প্রতিষ্ঠানটির সর্বমোট ৫০ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭টি শেয়ার এদিন হাতবদল হয়েছে।
দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারদর আজ ৪ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এদিন ২ টাকা বা ৮ দশমিক ৮১ শতাংশ কমেছে।
সোমবার সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা ফার্মা, এসকে ট্রিমস, ইয়াকিন পলিমার এবং আরডি ফুড।