জাপানি ব্রান্ডের শো-রুম চালু করলো সনি মার্ট

জাপানি ব্রান্ডের শো-রুম চালু করলো সনি মার্ট
রংপুরে জাপানের সনি ব্রান্ডের নতুন শো-রুম চালু করেছে সনি মার্ট। বুধবার (০৭ জুন) নগরীর গ্র্যান্ড হোঅর্থসংবাদ ডেস্টেল মোড়ে শো রুম উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার, সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া ও পরিচালক মোশারফ হোসেন সুমন, স্মার্ট টেকনোলজিসের পরিচালক মুজাহিদ আল বেরুনী, মহাব্যবস্থাপক (বিক্রয়) সারোয়ার জাহান চৌধুরী এবং রংপুরের ব্যবসায়ী এ এস হালিম।

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “সামনে কোরবানির ঈদ। এমন সময়ে রংপুরবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছি আমরা। জাপানের সনির আসল পণ্য ন্যায্য দামে আপনাদের কাছে পৌঁছে দিতে নতুন একটি শোরুম চালু করলাম আমরা। এই শোরুম থেকে সনির পণ্য কিনলে, প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।”

এছাড়াও সনি ব্রান্ড লাভারদের বিভিন্ন অননুমোদিত প্রতিষ্ঠান থেকে নকল পণ্য ক্রয় না করে সনি শোরুম থেকে জেনুইন প্রাইসে জেনুইন পণ্য ক্রয় করতে বলেন জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। জেনুইন-ফাইভ (জি-৫) পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জনের অংশ হিসেবে রংপুরে নতুন শোরুমটি স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, দেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিঃ। বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে বাংলাদেশের বাজারে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশনের ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা