ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন ব্যাংকের পরিচালক সাদিয়া রাইয়ান আহমেদ। সাদিয়া রাইয়ান ডাচ-বাংলা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদের মেয়ে। চেয়্যারম্যানের দায়িত্বে সায়েম আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
সোমবার ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬৭তম সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২১ সালের অক্টোবর মাসে সাহাবুদ্দিন আহমেদ ডাচ-বাংলা ব্যাংকে থাকা তার মোট শেয়ারের ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার শেয়ার মেয়ে সাদিয়া রাইয়ান আহমেদকে উপহার হিসেবে দেন। এরপরই ২০২২ সালের জুনে সাদিয়া ব্যাংকের পরিচালক পর্ষদে যোগ দেন।
বাবা সাহাবুদ্দিন আহমেদ পারিবারিকভাবে রপ্তানিমুখী ও দেশীয় বাজারে একাধিক ব্যবসায় যুক্ত থাকার সুবাদে সাদিয়া রাইয়ানও একাধিক কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন।
ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডার ব্রাংকসাম হল ও ইউনিভার্সিটি অব টরেন্টো সেন্ট জর্জ থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেছেন সাদিয়া রাইয়ান।
অর্থসংবাদ/এসএম