১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ট্রেন পরিষেবা

১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ট্রেন পরিষেবা
ঈদুল-আজহা উপলক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ রাখার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল-আজহা উদযাপনের জন্য ট্রেনগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

ঈদে ট্রেনগুলোর বন্ধের সূচি

১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই।

১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই।

১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৭ ও ৩০ জুন।

১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই।

১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলোতে করে বাংলাদেশ থেকে ভারতে আসেন। আবার এপার বাংলা থেকেও অনেকে ওপার বাংলায় যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু