মঙ্গলবার (১৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রচার কার্যক্রম হিসেবে প্রচারপত্র বিতরণের পাশাপাশি এ বিষয়ে মাঠ পর্যায়ে উদ্ভুত সমস্যা সমাধানে ইতোমধ্যে আয়োজিত তথ্য অধিকার আইন ও বিধিবিধানের আলোকে গ্রাহক সমাবেশ ও কর্মশালার বিষয়ে আলোচনা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন, সালামুন নেছা ও প্রধান তথ্য কর্মকর্তা মো. রহমতুল্লাহ সরকার।
এছাড়াও প্রধান কার্যালয় ও সকল বিভাগীয় কার্যালয়ের প্রধানগণ ভার্চ্যুয়ালি এতে অংশ নেন।