বুধবার (১৪ জুন) অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইএসকোর এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) ভাইস-চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সভায় বিএসইসি চেয়ারম্যান গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত এপিআরসির সভা এবং গতকাল থাইল্যান্ডে অনুষ্ঠিত সভা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি আইএসকোর বোর্ড সদস্যদের অবহিত করেন।