চ্যাম্পিয়ন নারী ক্রিকেট দলকে রূপালী ব্যাংকের সংবর্ধনা

চ্যাম্পিয়ন নারী ক্রিকেট দলকে রূপালী ব্যাংকের সংবর্ধনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ ২০২২-২৩ এ অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক নারী ক্রিকেট
দলকে সংবর্ধনা দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড।

বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সবিচালয়ে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর বিজয়ী দলকে ফুল দিয়ে বরন করে নেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, নারী ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে রূপালী ব্যাংক। তিনি আরও বলেন, ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের নারী ক্রিকেটারদের পাশে থাকা যাতে করে তারা বাংলাদেশ নারী ক্রিকেটকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে পারে।

এ সময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চ্যাম্পিয়ন ট্রফিটি ব্যবস্থাপনা পরিচালকের হাতে তুলে দেন। নিগার সুলতানা ক্রিকেটারদের পাশে থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংবর্ধনাকালে ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, ডিএমডি ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হাসান তানভীর, সাধারণ সম্পাদক ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেন এবং ব্যাংকের জিএমসহ ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ জুন (মঙ্গলবার) সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হয় নারী ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ ম্যাচটি। এই ম্যাচে অপরাজিত দল হিসেবে ফেভারিট ছিল রূপালী ব্যাংক। খেলার শুরু থেকেই মোহামেডানকে চাপে রেখে শেষ পর্যন্ত ৫৩ রানের বিশাল জয় তুলে নেয়। এ জয়ের ফলে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল ১৪ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। মোহামেডান, বেকেএসপি ও আবাহনীসহ ৯টি দল ক্রিকেট লীগে অংশগ্রহণ করে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন