সূত্র মতে, বুধবার (১৪ জুন) সিএসইতে মোট ৬ হাজার ৭৪৪টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯ লাখ ১৬ হাজার ৬৯৬টি শেয়ার হাতবদলহয়েছে ।
এদিন প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭২ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৪৮ দশমিক ৩৭ পয়েন্টে । সিএসই-৫০ মূল্যসূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৮ দশমিক ৭২ পয়েন্টে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৬২ দশমিক ৯৮ পয়েন্টে। আর সিএসই এসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭২৩ দশমিক ৫৫ পয়েন্টে।
বুধবার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ১১০ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৯২৯ টাকায়। আর পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৪ লাখ ১৬ হাজার ৪৫৯ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৫১০ টাকায় ।
সিএসই’তে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২১৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৫ টির।
অর্থসংবাদ/এসএম