ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে বন্ডটির ট্রেডিং কোড হবে ‘ABBLBIND’। ডিএসই স্ক্রিপ কোড হচ্ছে ২৬০১৩। বন্ডটি কর্পোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেন শুরু করেছে।
বন্ডটির নাম- এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।ইস্যুয়ার এবি ব্যাংক লিমিটেড।বন্ড প্রতি ইস্যু প্রাইস ১ হাজার টাকা। ফেসভ্যালু বন্ড প্রতি ১ হাজার টাকা, মার্কেট লট ১টি। মেয়াদ নেই। মুনাফা ৬ থেকে ১০ শতাংশ।
বন্ডটি অর্ধবার্ষিকীতে মুনাফা পরিশোধ করবে।
অর্থসংবাদ/এসএম