সূত্র মতে, আহসানুল আলম ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগের পর সেলিম উদ্দিন কোম্পানিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম উদ্দিন ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালক। বর্তমানে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন ড. সেলিম। এছাড়াও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।