বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঈদুল-আজহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সব ইনিস্টিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা বিদুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছনতার কাজ চালু থাকবে।