১৬ ও ১৭ জুন খোলা থাকবে ব্যাংক

১৬ ও ১৭ জুন খোলা থাকবে ব্যাংক
হজ্ব কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা ও উপশাখা ১৬ ও ১৭ জুন খোলার রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব ব্যাংকের শাখা ও উপ-শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বা ডিওএস থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের পবিত্র হজব্রত পালনের উদ্দেশে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে যাবে ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট আসবে ২ আগস্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি