দেশে প্রথম কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো

দেশে প্রথম কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো
দেশের শীর্ষস্থানীয় একটি বিজ্ঞাপনী সংস্থার আয়োজনে দেশের প্রথম থার্ড আই সলিউশন্স লিমিটেড কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো।  শুক্রবার (১৬ জুন) ঢাকাস্থ গুলশান শ্যুটিং ক্লাবে সকাল ৯ টায় এটি উদ্বোধন করা হয়।

কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর পরিবেশে ছোটো-বড় কর্পোরেট হাউজে কর্মরত ব্যক্তিদের পুল খেলার দক্ষতা প্রদর্শনী, ও সাথে তাদের নিজেদের মাঝে নেটওয়ার্কিং ও যোগাযোগের একটি প্লাটফর্ম তৈরি করা। দেশে প্রথমবার আয়োজিত হওয়া এই চ্যাম্পিয়নশিপ কর্পোরেট স্পোর্টিং ইভেন্টকে নতুনভাবে সঙ্গায়িত করবে, এবং অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব ও ক্রীড়া প্রবণতা বৃদ্ধি করবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আর হোসাইন, ইন্ডিগো-র স্বত্বাধিকারী ও বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান এবং কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শেখ আমিনুর রহমান চঞ্চল উপস্থিত ছিলেন।  

থার্ড আই সলিউশন্স লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া হাউজের প্রতিনিধি, কর্পোরেট প্রোফেশনাল এবং পুল খেলায় উৎসাহীদের ধন্যবাদ জানায়। উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে নেটওয়ার্কিং-এর ক্ষেত্র তৈরি করে এই চ্যাম্পিয়নশিপটি একটি স্মারক হয়ে থাকবে বলে আশা করা যায়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি