মার্চে শেষ হওয়া প্রান্তিকে নিউজিল্যান্ডের মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ১ শতাংশ সংকোচন হয়েছে। যেখানে শূন্য দশমিক ৩ শতাংশ সম্প্রসারণের পূর্বাভাস দিয়েছিল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড (আরবিএনজি)। এছাড়া সংশোধিত উপাত্তে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৭ শতাংশ সংকোচন হয়েছে। এর আগের উপাত্তে শূন্য দশমিক ৬ শতাংশ সংকোচনের কথা বলা হয়েছিল।
টানা দুই প্রান্তিকে কোনো দেশের অর্থনীতি সংকোচন হলে মন্দাবস্থা বিরাজ করছে বলে ধরা হয়। গত বছরের চতুর্থ ও চলতি বছরের প্রথম প্রান্তিকে সংকুচিত হয়েছে নিউজিল্যান্ডের অর্থনীতি।
অর্থনীতি সংকোচনের প্রভাব পড়েছে স্থানীয় মুদ্রার মানেও। মার্কিন ডলারের বিপরীতে নিউজিল্যান্ড ডলারের বিনিময় মান শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। দেশটির মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা যেখানে ছিল ১-৩ শতাংশ।
অর্থসংবাদ/এসএম