সূত্রে মতে, রবিবার (১৮ জুন) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে ৯০ পয়সা বা ৭ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ তালিকার তৃতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্স লিমিটেডের ৭০ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও খান ব্রাদার্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
অর্থসংবাদ/এসইউ