সূত্র মতে, রোববার (১৮ জুন) জিল বাংলা সুগার মিলসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের দর কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। আর ৫ দশমিক ২১ শতাংশ শেয়ারপ্রতি দর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
আজ ডিএসইর দরপতনের তালিকায় থাকা অন্যান্যে কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, নর্দার্ন জুট, ইয়াকিন পলিমার এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসইতে মোট ৩৫৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৩ কোম্পানির। দরপতন হয়েছে ৯৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম