রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার

রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার
রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে রবিবার (১৮ জুন) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ) শীর্ষক ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় বাড়াতে রূপালী ব্যাংক প্রবাসীদের নানা সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থ যেন রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহক দ্রুত ও নিরাপদে পেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক।

ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে ২৭ জুন পর্যন্ত। এই সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। তৃতীয় সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটর সাইকেল পেয়েছেন ফেনীর ইসলামপুর রোড শাখার গ্রাহক মো. আবুল কাশেম, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন মুন্সিগঞ্জ কর্পোরেট শাখার গ্রাহক সোহেল আহমেদ, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন টাঙ্গাইলের কালিহাতী শাখার গ্রাহক ছালেহা বেগম, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন টাঙ্গাইলের বাসাইল শাখার গ্রাহক নূরজাহান বেগম এবং পঞ্চম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ফরিদপুরের বিএমএম শাখার গ্রাহক সালাম শেখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, সালামুন নেছা, তানভীর হাসনাইন মইন ও এস. এম দিদারুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন