নিম্ন ও মধ্যম আয়ের দেশে রেমিট্যান্স আসবে ৬৫ হাজার কোটি ডলার

নিম্ন ও মধ্যম আয়ের দেশে রেমিট্যান্স আসবে ৬৫ হাজার কোটি ডলার
বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি স্বত্ত্বেও চলতি বছরে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় রেমিট্যান্স প্রবাহ বাড়বে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে দরিদ্র ও মাঝারি আয়ের দেশগুলো ৬৫ হাজার ৬০০ কোটি ডলার রেমিট্যান্স পাবে। যা ২০২২ সালের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ বেশি।

বিশ্ব ব্যাংকের নতুন অভিবাসন ও উন্নয়নবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত বছর নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোয় রেমিট্যান্স প্রবাহ হয়েছিল ৬৪ হাজার ৭০০ কোটি ডলার। পূর্ববর্তী বছরের চেয়ে যা ৮ শতাংশ বেড়েছিল।

২০২২ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ ছিল ভারত। এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতিটি ১১ হাজার ১০০ কোটি ডলার রেমিট্যান্স গ্রহণ করেছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ১০০ কোটি ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে মেক্সিকো। এশিয়ার শীর্ষ অর্থনীতি চীনে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ১০০ কোটি ডলার। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের রেমিট্যান্স প্রাপ্তি ছিল ৩ হাজার ৮০০ কোটি ডলার। দক্ষিণ এশীয় দেশ পাকিস্তানে রেমিট্যান্স এসেছে ৩ হাজার কোটি ডলার।

গত মার্চে পরিচালিত ওয়েস্টার্ন ইউনিয়নের এক জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রতি চার অভিবাসী শ্রমিকের তিনজনই স্বদেশে রেমিট্যান্স বাড়ানোর আশা প্রকাশ করেছেন। নিম্ন ও মাঝারি আয়ের দেশ থেকে আসা এসব অভিবাসী শ্রমিক স্বদেশে মূল্যস্ফীতি ও খানা ব্যয় বৃদ্ধির প্রভাব মোকাবেলায় এমনটা করবেন বলে জানিয়েছেন।

ওয়েস্টার্ন ইউনিয়নের ৩০ হাজার ৬০০ ভোক্তার উপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, গত কয়েক বছরে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন তিন-চতুর্থাংশ ভোক্তা। বিশ্বব্যাপী জীবনযাপন ব্যয় বৃদ্ধিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় তারা এমনটা করেছেন। এদিকে ৭৯ শতাংশ গ্রহীতা বলেন, চলতি বছরে তারা প্রবাসে প্রিয়জনদের কাছে অধিক অর্থ দাবি করবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া