আরব আমিরাত কাতারের কূটনৈতিক বিরোধের অবসান 

আরব আমিরাত কাতারের কূটনৈতিক বিরোধের অবসান 
সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের মধ্যে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। দোহার আঞ্চলিক অবরোধের ছয় বছর পর সোমবার (১৯ জুন) দেশদুটি এ ঘোষণা দেয়। আলজাজিরার খবর বলছে, এর মধ্য দিয়ে ছয় বছরের কূটনৈতিক বিরোধের অবসান ঘটল মধ্যপ্রচ্যের এই দুই দেশের মধ্যে।

প্রায় চার বছরের কূটনৈতিক ও পরিবহন অবরোধের পর সম্পদ সমৃদ্ধ এই দুই দেশ ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় শুরু করে।

এদিকে ইউএইর সরকারি বার্তা সংস্থা ওয়ামের বিবৃতির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। উভয়পক্ষ দোহায় আমিরাত দূতাবাস ও আবুধাবিতে কাতারের দূতাবাসে পুনরায় কাজ শুরু করছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একে আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে অংশীদারদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশর চরমপন্থী সংস্থাগুলোকে সমর্থন ও ইরানের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালে কাতারের ওপর কূটনৈতিক ও পরিবহন অবরোধ আরোপ করে। অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া