আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান শীর্ষক গবেষণা সম্পন্ন

আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান শীর্ষক গবেষণা সম্পন্ন
মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের পৃষ্ঠপোষকতায় গবেষক সাবরিনা আফরিন সিলভী ‘আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান’ শিরোনামে গবেষণাকর্ম সম্পন্ন করেছে। সম্প্রতি বাংলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর অভিসন্দর্ভের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের সিএফও এবং মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের সদস্য তাপস চন্দ্র পাল।

স্বাগত বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত মো. আব্দুল জলিলকে স্বরণ করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মার্কেন্টাইল ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আসছে। সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির প্রচার ও বিকাশে মার্কেন্টাইল ব্যাংকের এই অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

একইসাথে মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ড পরিচালনা এবং এর মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ গবেষক ও গবেষণামূলক কাজ বের করে আনার জন্য বাংলা একাডেমীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমীর সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ড. সরকার আমিন, পরিচালক মোবারক হোসেন, পরিচালক ড. মো. হাসান কবীর, গবেষণা উপবিভাগের উপপরিচালক, ড. তপন কুমার বাগচী, গবেষণা তত্তবধায়ক কবি রুবী রহমান, কবি ঝর্ণা রহমান, জিএম মিজানুর রহমান, ডা. মুজাহিদুল ইসলাম ও সমীর কুমার সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি