আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান শীর্ষক গবেষণা সম্পন্ন

আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান শীর্ষক গবেষণা সম্পন্ন
মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের পৃষ্ঠপোষকতায় গবেষক সাবরিনা আফরিন সিলভী ‘আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান’ শিরোনামে গবেষণাকর্ম সম্পন্ন করেছে। সম্প্রতি বাংলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর অভিসন্দর্ভের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের সিএফও এবং মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের সদস্য তাপস চন্দ্র পাল।

স্বাগত বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত মো. আব্দুল জলিলকে স্বরণ করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মার্কেন্টাইল ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আসছে। সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির প্রচার ও বিকাশে মার্কেন্টাইল ব্যাংকের এই অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

একইসাথে মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ড পরিচালনা এবং এর মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ গবেষক ও গবেষণামূলক কাজ বের করে আনার জন্য বাংলা একাডেমীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমীর সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ড. সরকার আমিন, পরিচালক মোবারক হোসেন, পরিচালক ড. মো. হাসান কবীর, গবেষণা উপবিভাগের উপপরিচালক, ড. তপন কুমার বাগচী, গবেষণা তত্তবধায়ক কবি রুবী রহমান, কবি ঝর্ণা রহমান, জিএম মিজানুর রহমান, ডা. মুজাহিদুল ইসলাম ও সমীর কুমার সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন