এজবাস্টন টেস্ট শেষে বুধবার র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে লাবুশানের সিংহাসন নিজের দখলে নিয়েছেন রুট। গত বছরের ডিসেম্বরে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে ১ নম্বর স্থানটিতে বসেছিলেন লাবুশানে। ২০২৩ সালটা খুব একটা ভালো যাচ্ছে না এই অজি তারকার।
অন্যদিকে রুট এজবাস্টনে অজিদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম ইনিংসে অপরাজিত ১১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৬ রান। তাতেই পাঁচ ধাপ এগিয়ে ১ নম্বর জায়গাটি দখল করেছেন তিনি।
এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও দুই ইনিংসে যথাক্রমে ০ ও ১৩ রান করেছেন লাবুশানে।
তিনি নেমে গেছেন তিনে। তার রেটিং পয়েন্ট ৮৭৭। আর দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৮৩)। অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ট্রাভিস হেড চতুর্থ স্থানে নেমে গেছেন। আর স্টিভেন স্মিথ আছেন ষষ্ঠ স্থানে।