প্রথমার্ধে ৭৬ ভাগ বল দখলে রেখে ৫টি শট নেয় লেবানন, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২৪ ভাগ বল দখলে রেখে দুটি শট নেয় বাংলাদেশ, লক্ষ্যে একটি।
লেবাননকে আটকে রাখার চেষ্টায় শুরু থেকেই রক্ষণাত্মক ছিল বাংলাদেশ। তাই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।
৪৩ মিনিটে ডানপ্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিম ভালো একটা সুযোগ পেয়েছিলেন। লেবাননের এক ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলেও বল ছিল বক্সের মধ্যেই, শেষ মুহূর্তে গোলরক্ষক সেই বল বের করে দেন।
এর তিন মিনিট পর লেবাননের ১০ নম্বর জার্সিধারী আল হাজ বক্সের মধ্যে দুইজনকে কাটিয়ে বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়েছিলেন বল। কিন্তু ডানপাশ থেকে তিনি লক্ষ্যভ্রষ্ট শট করেন।
বাংলাদেশ একাদশ-
আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মজিবর রহমান জনি, মেহেদী হাসান, সোহেল রানা-২ ও সুমন রেজা।