নুরের বিরুদ্ধে মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ

নুরের বিরুদ্ধে মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ

বাংলাদেশ গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) সঙ্গে বৈঠকের অভিযোগ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। দূতাবাসে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তার বিষয়ে বৃহস্পতিবার (২২ জুন) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘নুর বাংলাদেশ ও প্যালেস্টাইনের নিরাপত্তার জন্য হুমকি।’ অবশ্য নুর এমন তথ্যকে বানোয়াট বলে অভিহিত করেছেন।


রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘কাতারে ফুটবল বিশ্বকাপের সময়ে আমরা বিষয়টি সম্পর্কে প্রথম জানতে পারি। আমাদের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে আগ্রহী হয়। কয়েকটি ছবি যোগাড় করতে সক্ষম হই। তার সঙ্গে সাফারি (মোসাদের এজেন্ট)।’


কাতার, ভারত ও দুবাইতেও বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।


তিনি বলেন, ‘যদি নুর অস্বীকার করে, তবে সেটি আমার জন্য যথেষ্ট। কিন্তু এটি কি বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনীর জন্য যথেষ্ট হবে? তিনি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করবে, ঠিক যেভাবে তিনি প্যালেস্টাইনের জন্য করছেন।’


এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে নুর বলেছেন, ‘এটি একেবারে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন চমকপ্রদ কথাবার্তা বলছেন যা বাংলাদেশের রাজনীতিকে টালমাটাল করে দিচ্ছে।’


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস