ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকা।
অ্যাপেক্স ট্যানারি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৫.২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে ১ কোটি ৪ লাখ ৮০০ টাকা।
ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ৩.৪০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাডভেন্ট ফার্মা, নিটল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।