লোকসানি কোম্পানিতে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের

লোকসানি কোম্পানিতে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৬২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেশকিছু লোকসানি কোম্পানি। এছাড়াও দরবৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান সর্বশেষ হিসাববছরে লোকসান দিয়েছে। বিপরীতে ‘এ’ ক্যাটাগরির ১টি এবং ‘এন’ ক্যাটাগরির একটি কোম্পানি গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ দশে স্থান করে নিয়েছে।

জানা গেছে, সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সমাপ্ত হিসাববছরে শেয়ার প্রতি ১৮ পয়সা করে লোকসান দিয়েছিল কোম্পানিটি। গত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশ।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ারদর গেল সপ্তাহে ২২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমাপ্ত হিসাববছরে এই কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৯ পয়সা করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত বছর শেয়ার প্রতি ৫৭ পয়সা করে লোকসান দিয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৫ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর গত সপ্তাহে ১৪ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি সর্বশেষ হিসাববছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৩২ পয়সা।

লোকসানি আরেক কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা।

‘বি’ ক্যাটাগরির আরেক কোম্পানি মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। একই ক্যাটাগরির প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৩৩ শতাংশ।

গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে নতুন তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারদর গেল সপ্তাহে ১১ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়াও সর্বশেষ হিসাববছরে লোকসানে থাকা জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ারদর গেল সপ্তাহে ১১ দশমিক ১১ শতাংশ বেড়েছে। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ২৮ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত