ঈদ, ব্যবসায়ী ও জীবন

ঈদ, ব্যবসায়ী ও জীবন

ঈদের আগে শেষ কর্ম দিবস। ১৮টি প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মচারীর বেতন ও বোনাসের দায়িত্ব আমাদের উপর। ছোট কাল থেকে দেখে এসেছি- ব্যবসায় লাভ হোক বা লস হোক, বাপ-দাদারা শিখেয়ে গিয়েছেন কর্মচারীর বেতন বোনাস না দিয়ে ঈদ করা যাবে না। সেই পরম্পরা ধরে রেখে গত ৫২ বছরে আমরা কখনও ঈদের আগে বেতন বোনাস দেয়নি এমনটি হয়নি। এবার ঈদের সাথে যোগ হয়েছে ব্যাংকের জুন closing. মানে হলো, ব্যাংকের লাভ/সুদ বুঝিয়ে দিতে হবে। আজ হলো জুন closing এর শেষ কর্ম দিবস, কারন এর পর ব্যাংক খুলবে জুলাই মাসে। সুতরাং, একদিকে নিয়মিত বেতন, অন্যদিকে বোনাস এবং তার সাথে ব্যাংকের লাভ বুঝিয়ে দেওয়া- তার সাথে সরকারের ভ্যাট, ট্যাক্স ও ডিউটি ইত্যাদি তো আছেই। আরো আছে, বিভিন্ন কাছের মানুষের আবদার অনুরোধ।


গত কয়েকদিন দিন শেষে যখন ক্লান্ত শরীরে যখন ঘরে আসি তখন শরীর আর চলে না, ঘাড় ব্যাথা করে, ব্লাড প্রেসারের মেশিনে যখন নিজের প্রেসার দেখি, তখন মনে হয় বেঁচে আছি এইতো বেশী। আমরা ব্যবসায়ীরা নিজের জীবন ক্ষয় করে হাজার হাজার মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করি। কোটি কোটি টাকা ভ্যাট/ট্যাক্স দিয়ে সরকারী কর্মচারীদের বেতনের ব্যবস্থা করি, সরকার আমাদের টাকা দিয়ে দেশের উন্নয়ন করে। আমরা ঋনের সুদ/লাভ দেই বলে দেশের হাজার হাজার ব্যাংক কর্মকর্তা/কর্মচারীর বেতন নিশ্চিত হয়। তারপরও আমরা খারাপ। সরকারী সুবিধা আমরা যতোটুকু পাই তারচেয়ে বেশী পায় একজন সাংসদ বা সরকারী কর্মকর্তা। আমাদের উপর সরকারী বিভিন্ন সংস্থার অহেতুক জুলুম বা অত্যাচার চলে নিয়মিত। ভ্যাট/ট্যাক্সের নামে চলে অত্যাচার। আমরা নিজের জীবন শেষ করে দেশের চাকা সচল রাখি, তারপরও আমরা খারাপ। যারা আমাদের টাকায় চলে, তারাই আমাদের শোষন ও শাসন করে।


শেষে একটা গল্প বলি: এটা নষ্ট করলো কে? কানাই। ঐটা ভাংলো কে? কানাই। ঘর পরিস্কার করে নাই কে? কানাই। সব যদি কানাই করে তাহলে বাকীদের দরকার কি? আমরা হলাম সে- ‘কানাই’। যে কাজ করে দোষ তারই হবে। যে করেনা সে শুধু সমালোচনাই করতে পারে।


লেখক: সাখাওয়াত হোসেন মামুন, ভাইস চেয়ারম্যান, ভাইয়া গ্রুপ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থার্টিফার্স্ট নাইট নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরবি ভাষা কোর্স সম্পন্ন
আল্লাহর সঙ্গে যে কথা বলেছিলেন মূসা আ.
মিশরে বায়তুল মোকাররমের ইমামকে সম্মাননা প্রদান
জুমার দিন গোসল করার সঠিক সময় কোনটি?
জান্নাতিদের যে বিশেষ দানে সন্তুষ্ট করবেন আল্লাহ
নেক আমলের কারণে দুনিয়ায় যে উপকার পাবেন
রমজান শুরুর তারিখ ঘোষণা করলো আরব আমিরাত
একসঙ্গে অনেককে সালাম দিলে উত্তর দেবেন কে?
নবীজীর রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না