দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ ছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। এমন আবহাওয়া আজ ঈদুল আজহার দিনসহ আরও কয়েকদিন থাকবে । বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান।

তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার। যা দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এ ছাড়াও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে জেলায় গত মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে হিমেল বাতাসও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা