আড়াই মাসের অধিক সময় পর আজ (২৯ জুন) ফিফা ঘোষণা করেছে সর্বশেষ র্যাঙ্কিং। সেখানে সাফে খেলা আট দেশের মধ্যে শীর্ষে উঠে গেছে ভারত। তারা ১০১ থেকে এক ধাপ এগিয়ে এখন অবস্থান করছে ১০০ নম্বরে। লেবাননের অবনমন হয়েছে ৩ ধাপ। তাদের বর্তমান অবস্থান ১০২।
সাফের সেমিফাইনালে ওঠা অন্য দুই দলের মধ্যে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতোই আছে ১৯২ নম্বরে। অন্য দল কুয়েতের উন্নতি হয়েছে দুই ধাপ। তারা ১৪৩ থেকে এখন ১৪১ নম্বরে।
গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া চার দলের মধ্যে উন্নতি হয়েছে কেবল ভুটানের। তারা একধাপ এগিয়ে ১৮৫ থেকে ১৮৪ নম্বরে। পিছিয়েছে নেপাল এবং অপরিবর্তিত মালদ্বীপ ও পাকিস্তান। নেপাল ১৭৪ থেকে ১৭৫ নম্বরে। পাকিস্তান আগের মতো ১৯৫ নম্বরে। মালদ্বীপ পূর্বের ১৫৪ নম্বরেই।