ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ
ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিল লেবানন। মধ্যপ্রাচ্যের দেশটি ৯৯ অবস্থানে থেকে শুরু করেছিল দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্ট। তারপরই ছিল স্বাগতিক ভারত ১০১।

আড়াই মাসের অধিক সময় পর আজ (২৯ জুন) ফিফা ঘোষণা করেছে সর্বশেষ র‍্যাঙ্কিং। সেখানে সাফে খেলা আট দেশের মধ্যে শীর্ষে উঠে গেছে ভারত। তারা ১০১ থেকে এক ধাপ এগিয়ে এখন অবস্থান করছে ১০০ নম্বরে। লেবাননের অবনমন হয়েছে ৩ ধাপ। তাদের বর্তমান অবস্থান ১০২।

সাফের সেমিফাইনালে ওঠা অন্য দুই দলের মধ্যে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতোই আছে ১৯২ নম্বরে। অন্য দল কুয়েতের উন্নতি হয়েছে দুই ধাপ। তারা ১৪৩ থেকে এখন ১৪১ নম্বরে।

গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া চার দলের মধ্যে উন্নতি হয়েছে কেবল ভুটানের। তারা একধাপ এগিয়ে ১৮৫ থেকে ১৮৪ নম্বরে। পিছিয়েছে নেপাল এবং অপরিবর্তিত মালদ্বীপ ও পাকিস্তান। নেপাল ১৭৪ থেকে ১৭৫ নম্বরে। পাকিস্তান আগের মতো ১৯৫ নম্বরে। মালদ্বীপ পূর্বের ১৫৪ নম্বরেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের