চীনে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে

চীনে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে
বিশ্বের দ্বিতীয় শীর্ষ বিলিয়নেয়ার বা শতকোটিপতি ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা এখন চীনের বাজারে বিওয়াইডির মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে। তা সত্ত্বেও বিশ্বে বৃহত্তম গাড়ির বাজারটিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির ক্ষেত্রে আরেকটি রেকর্ড করেছে টেসলা।

চায়না মার্চেন্টস ব্যাংক ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক শি জির প্রাক্কলন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক এপ্রিল-জুনে টেসলার চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়ে ১ লাখ ৫৫ হাজারে দাঁড়াতে পারে, যা এর আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকের চেয়ে ১৩ শতাংশ বেশি। এদিকে ডয়চে ব্যাংকের ভবিষ্যদ্বাণী শি জির প্রাক্কলনের তুলনায় কিছুটা বেশি। তাদের প্রাক্কলন অনুযায়ী, চীনে এপ্রিল-জুনে টেসলারর গাড়ি বিক্রি কিছুটা কমে ১ লাখ ৫৩ হাজার হতে পারে। একই সময়ে বিশ্বব্যাপী টেসলার মোট গাড়ি বিক্রি দাঁড়াতে পারে ৪ লাখ ৪৮ হাজার ইউনিট। খবর রয়টার্সের

যা-ই হোক, চীনে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির বাজারে এপ্রিল-জুনে টেসলার হিস্যা কমে ১৩ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে, যা জানুয়ারি-মার্চ সময়ে ছিল ১৬ শতাংশ। অন্যদিকে চীনের স্থানীয় কোম্পানি বিওয়াইডি, অ্যাইওঁ, গুয়াংঝু অটোমোবাইল গ্রুপের ইভির বাজার হিস্যা দিন দিন বাড়ছে।

চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি টেসলার দ্বিতীয় বৃহত্তম গাড়ির বাজার। তাদের বৃহত্তম গাড়ির কারখানা অবশ্য চীনে। টেসলার বৃহত্তম গাড়ির বাজার হলো উত্তর আমেরিকা। চীনে বিক্রি বাড়ানোর জন্য চলতি বছরের শুরুতে টেসলা দুটি মডেলের দাম কমিয়েছে। পাশাপাশি চীনের স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে মূল্যছাড়ের অফার বা কম দামের মডেল ছাড়ার প্রতিযোগিতায় অবতীর্ণ রয়েছে।

চীনের স্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে নিও এবং এক্সপেংয়ের মতো বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী ছোট ছোট কোম্পানি সাম্প্রতিক মাসগুলোতে বিক্রি নিয়ে হিমশিম খেয়েছে। তবে স্থানীয় আরেক কোম্পানি বিওয়াইডির গাড়ি বিক্রি বেড়েছে। তারা ৩ লাখ স্থানীয় ইউয়ানে, তথা ৪১ হাজার ৫০০ মার্কিন ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে। ফলে তাদের গাড়ি বিক্রি বাড়ছে। শুধু চীনা বাজারেই নয়, বরং বহির্বিশ্বেও গাড়ি বিক্রির প্রতিযোগিতায় টেসলাকে রীতিমতো টেক্কা দিয়ে চলেছে বিওয়াইডি। এর মধ্যে এ বছরের প্রথম পাঁচ মাসে সিঙ্গাপুরের বাজারে টেসলাকে ছাড়িয়ে গেছে তারা। এ ছাড়া মে মাসে অস্ট্রেলিয়ায় টেসলার মডেল থ্রিকে ছাড়িয়ে গেছে বিওয়াইডির অ্যাটো থ্রি।

এই অবস্থায় টেসলা গাড়ি বিক্রি বাড়ানোর জন্য বাজারে তার মডেল থ্রি এবং মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ ছাড়ার পরিকল্পনা করছে। টেসলার চীনের সাংহাইয়ের কারখানার বার্ষিক গাড়ি উৎপাদনক্ষমতা ১ মিলিয়ন বা ১০ লাখ। সে জন্য তারা এই কারখানায় তৈরি বৈদ্যুতিক গাড়ি থাইল্যান্ড, মালয়েশিয়াসহ এই অঞ্চলের নতুন বাজারগুলোয় বিক্রিতে জোর দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া