আবারও তিন লাখ কোটি ডলার ছাড়াল অ্যাপলের বাজার মূলধন

আবারও তিন লাখ কোটি ডলার ছাড়াল অ্যাপলের বাজার মূলধন
যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বাজার মূলধন বেড়ে আবার ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি মার্কিন ডলার) ডলার ছাড়িয়েছে। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে বৈশ্বিক পুঁজিবাজারে প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার মূলধন ৩ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ের সময় তা পুনরায় একই মাইলফলকের কাছাকাছি পৌঁছায়।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী শেয়ার গণনা অনুসারে, শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিং চলাকালে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ১৯০ দশমিক ৭৩ মার্কিন ডলারে ওঠে। এতেই অ্যাপলের বাজার মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। প্রসঙ্গত, এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম ৪৬ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীরা মনে করেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের বিখ্যাত এই কোম্পানি দক্ষতার সঙ্গে একটি বছর কাটিয়েছে।

শেয়ারবাজারের বিনিয়োগকারীরা কিছুদিন ধরে অ্যাপলের শেয়ার কেনায় ঝুঁকছেন। সে জন্য অ্যাপল কর্তৃপক্ষ গত মে মাসে বিনিয়োগকারীদের সতর্ক করে দেয় যে এপ্রিল-জুন ত্রৈমাসিকে তারা কোম্পানির আয় ৩ শতাংশ কমার আশঙ্কা করছে।

জুন মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির হেডসেটসহ নানা পণ্য ও সেবা বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক নতুন প্রযুক্তি ও পণ্যগুলো তুলে ধরেন।

এসব পণ্যের মধ্যে রয়েছে ‘ভিশন প্রো’ নামের এআর প্রযুক্তির হেডসেট, ‘ভিশন ওএস’ নামের নতুন অপারেটিং সিস্টেম, ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুক এয়ার ল্যাপটপ কম্পিউটার, ‘আইওএস ১৭’ নামের নতুন অপারেটিং সিস্টেম, ‘আইপ্যাড ওএস ১৭’ নামের অপারেটিং সিস্টেম, এম ২ আলট্রা প্রসেসরবিশিষ্ট নতুন মডেলের ম্যাক প্রো কম্পিউটার ইত্যাদি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া