সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জেলা আদালতে এই মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের শেষ থেকে ’২৩ সালের শুরুর দিকে টুইটারের সিঙ্গাপুর, লন্ডন ও ডাবলিন কার্যালয়ে সেন্সর বসানোর জন্য ফ্যাসিলিটেট কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছিল টুইটার কর্তৃপক্ষ। ইলন মাস্ক সেসময় টুইটারের শীর্ষ নির্বাহীর পদে ছিলেন।
কিন্তু কাজ শেষ হওয়ার পরও যথা সময়ে তার বিল পরিশোধ না করায় এর আগে টুইটারকে এর আগে কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্যাসিলিটেট কর্পোরেশনের এক মুখপাত্র। কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষে মামলা করল অস্ট্রেলীয় এই কোম্পানি।
টুইটার কোম্পানির কোনো জনসংযোগ বিভাগ না থাকায় এ ব্যাপারে এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
টুইটারের বিরুদ্ধে বিল পরিশোধ না করার অভিযোগ অবশ্য নতুন নয়। গত মে মাসে ১৯ লাখ ডলার বকেয়া বিল চেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভাইসরি প্রতিষ্ঠান ইনিসফ্রি এম অ্যান্ড এ ইন্টারন্যাশনাল কর্পোরেশন।
অর্থসংবাদ/এসএম