সূত্র মতে, ৩০ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করা হয়। তবে নিয়ন্ত্রক সংস্থা থেকে বোনাস লভ্যাংশের জন্য এখনো কোনো অনুমোদন পায়নি কোম্পানিটি।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর। সেদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।
কোম্পানির দেওয়া তথ্য মতে, বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৩৬৮ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৪ কোটি টাকা মুনাফা দেওয়া হবে। বাকি টাকার রিটার্ন আর্নিংয়ে যোগ করা হবে।
৩১ ডিসেম্বর ২০২২ বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা। এর আগের বছর ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।