জানা গেছে, শুধুমাত্র বিশেষ কিছু প্রয়োজন ছাড়া শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উল্লিখিত ডিভাইসগুলো ব্যবহার করতে পারবে না। যেমন, ডিজিটাল দক্ষতা সম্পর্কিত পড়াশোনার ক্ষেত্রে, মেডিক্যাল সংক্রান্ত বা অক্ষম ব্যক্তিদের সহায়তার জন্য ডিভাইসগুলো ব্যবহার করা যাবে।
এক বিবৃতিতে নেদারল্যান্ডসের শিক্ষামন্ত্রী রবার্ট ডাইকগ্রাফ বলেন, "যদিও মোবাইল ফোন এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু শ্রেণীকক্ষে এর জায়গা নেই। শিক্ষার্থীদের অবশ্যই পড়ালেখায় মনোযোগ দিতে হবে এবং সেই সুযোগটাও তৈরি করে দিতে হবে। মোবাইল ফোন মনোযোগে ব্যাঘাত ঘটায় বলে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে। আমাদের শিক্ষার্থীদের এর হাত থেকে বাঁচাতে হবে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়, স্কুল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি চুক্তির ফলস্বরূপ এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
তবে ডাচ শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুলগুলো তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে, কিন্তু ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই মূল্যায়নের ফলাফল সন্তোষজনক না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।