নেদারল্যান্ডসে স্কুলের শ্রেণীকক্ষে নিষিদ্ধ হচ্ছে সেলফোন

নেদারল্যান্ডসে স্কুলের শ্রেণীকক্ষে নিষিদ্ধ হচ্ছে সেলফোন
আগামী বছর থেকে নেদারল্যান্ডসের স্কুলগুলোতে শ্রেণীকক্ষে সেলফোন, ট্যাবলেট এবং স্মার্টওয়াচ ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে সোমবার জানিয়েছে দেশটির সরকার। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যেন মনোযোগে ব্যাঘাত না ঘটে, তাই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডাচ সরকার।

জানা গেছে, শুধুমাত্র বিশেষ কিছু প্রয়োজন ছাড়া শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উল্লিখিত ডিভাইসগুলো ব্যবহার করতে পারবে না। যেমন, ডিজিটাল দক্ষতা সম্পর্কিত পড়াশোনার ক্ষেত্রে, মেডিক্যাল সংক্রান্ত বা অক্ষম ব্যক্তিদের সহায়তার জন্য ডিভাইসগুলো ব্যবহার করা যাবে।

এক বিবৃতিতে নেদারল্যান্ডসের শিক্ষামন্ত্রী রবার্ট ডাইকগ্রাফ বলেন, "যদিও মোবাইল ফোন এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু শ্রেণীকক্ষে এর জায়গা নেই। শিক্ষার্থীদের অবশ্যই পড়ালেখায় মনোযোগ দিতে হবে এবং সেই সুযোগটাও তৈরি করে দিতে হবে। মোবাইল ফোন মনোযোগে ব্যাঘাত ঘটায় বলে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে। আমাদের শিক্ষার্থীদের এর হাত থেকে বাঁচাতে হবে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়, স্কুল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি চুক্তির ফলস্বরূপ এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

তবে ডাচ শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুলগুলো তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে, কিন্তু ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই মূল্যায়নের ফলাফল সন্তোষজনক না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না