‘গোল্ড কিনেন’-এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

‘গোল্ড কিনেন’-এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।


দেশের প্রথম হলমার্ক করা সার্টিফাইড ২২ ক্যারেট গোল্ড কেনা, বিক্রি এবং স্টোরেজের জন্য অ্যাপ ‘গোল্ড কিনেন’। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের বার এবং কয়েন আকারের স্বর্ণ কিনতে, সংরক্ষণ, বিক্রয়, উপহার দিতে এবং সংগ্রহ করতে পারবেন।


এই চুক্তির ফলে ‘গোল্ড কিনেন’ এই মোবাইল অ্যাপের মাধ্যমে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে গোল্ড কেনাবেচার পেমেন্ট গ্রহণ করতে পারবে। অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।


‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-কে কাস্টমাইজড পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করবে ব্র্যাক ব্যাংক। এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কার্ডের মাধ্যমে ‘গোল্ড কিনেন টেকনোলজিস’ নিরবচ্ছিন্ন ট্রানজেকশন ও দ্রুত প্রসেসিং সুবিধা উপভোগ করতে পারবে।


গত ২৬ জুন ২০২৩ ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামরান সুঞ্জয় রহমান।


ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ এবং ‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর ফাউন্ডার ও চিফ কমার্শিয়াল অফিসার রাফাতুল বারী লাবীব এবং ফাউন্ডার ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতেফ হাসান-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন