ভারতে করমুক্ত আয়সীমা বার্ষিক ৭ লাখ ২৭ হাজার রুপি

ভারতে করমুক্ত আয়সীমা বার্ষিক ৭ লাখ ২৭ হাজার রুপি

ভারতের নতুন আয়কর কাঠামো অনুযায়ী, বার্ষিক আয় সাত লাখ রুপি হলে আয়কর দিতে হবে না। তবে এর সঙ্গে কিছু সুবিধা মিলিয়ে অঙ্কটা বেশি বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ছাড়ের কারণে বাস্তবে বার্ষিক সাত লাখ ২৭ হাজার রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হবে না।


নির্মলা সীতারামন জানান, যদি কারো বার্ষিক আয় সাত লাখ ২৭ হাজার রুপির গণ্ডি ছাড়িয়ে যায়, তবেই তাকে নয়া কর কাঠামোর আওতায় কর দিতে হবে।


সেইসঙ্গে তিনি দাবি করেন, দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ সাধারণ বাজেটে মধ্যবিত্তদের একাধিক কর সংক্রান্ত সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। সমাজের কোনো অংশকেই দূরে সরিয়ে রাখেনি সরকার।


গতকাল শুক্রবার (১৪ জুলাই) কর্ণাটকের উদুপ্পিতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় যখন নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ধাঁধায় পড়ে গিয়েছিলেন। যাদের বার্ষিক আয় সাত লাখ টাকার সামান্য বেশি, তাদের কী হবে, সেটা ভেবে সংশয়ে পড়ে গিয়েছিলেন অনেকে। সেজন্য আয়কর কাঠামোর বিশ্লেষণে তারা আলোচনায় বসেন বলে দাবি করেছেন সীতারামন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া