বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের বৈঠকটি হয়।
বৈঠকে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের সম্পাদক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, দ্য নিউএজ সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক ইনাম আহমেদ।
বৈঠকের পর নিউএজের সম্পাদক নুরুল কবির সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবার উদ্বেগ আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।’
পাশাপাশি বাংলাদেশে আসার জন্য ইইউ প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে নিউএজ সম্পাদক বলেন, ‘নির্বাচন ঠিক করতে ইইউকে এখনও আসতে হচ্ছে- যা দুঃখজনক। তাদের প্রতিবেদনে যেন বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয়, সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।’
অর্থসংবাদ/এসএম