সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৮ জুলাই) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। ফলে এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। আর ৯ দশমিক ৯২ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কে অ্যান্ড কিউ, বীচ হ্যাসারি এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
অর্থসংবাদ/এসএম