গুমোট গরমে হাঁসফাঁস জনজীবন, থাকবে আরও আড়াই মাস

গুমোট গরমে হাঁসফাঁস জনজীবন, থাকবে আরও আড়াই মাস

বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় গরমের অনুভূতি এখন বেশি হচ্ছে। চলছে শ্রাবণ মাস। এই সময়ে মেঘ-বৃষ্টির ঘনঘটা থাকার কথা, কিন্তু সেখানে গত কয়েকদিন ধরে সারাদেশে গুমোট গরমে হাঁসফাঁস করছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আড়াই মাস এমন গরম চলতে পারে।


আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।


আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গরম এরকমই থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। মাঝেমধ্যে তাপমাত্রা কম থাকতে পারে, কিন্তু গরমের অনুভূতি কম থাকবে না। আবহাওয়ার এমন ‘অসহনীয়’ অবস্থার জন্য মৌসুমি বায়ুর নিষ্ক্রিয় অবস্থা দায়ী।


তিনি আরও বলেন, কয়েকদিনে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা খুব সামান্য। ঢাকা, রাজশাহী এরকম আরও কয়েক বিভাগে বৃষ্টিপাত ইতোমধ্যে কমে গেছে।


বুধবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


আবহাওয়া অফিস জানায়, বুধবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।


আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, আজ বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।


গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগে কোনো বৃষ্টিপাত হয়নি বললেই চলে। চট্টগ্রামের রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি, ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের অন্যান্য জেলা ছিল প্রায় বৃষ্টিশূন্য।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সারাদেশে শৈত্যপ্রবাহের আভাস
ফের ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়
বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমছে না শীত
আজকের তাপমাত্রা রেকর্ড
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
তিন বিভাগে বৃষ্টির আভাস
বায়ু দূষণের শীর্ষে যে পাঁচ কারণে থাকছে ঢাকা
বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা, মান ‘ঝুঁকিপূর্ণ’