সাংবাদিক সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি, কুমিল্লা সাংবাদিক ফোরামের নিন্দা

সাংবাদিক সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি, কুমিল্লা সাংবাদিক ফোরামের নিন্দা

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র সহ-সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) ফোরামের সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।


সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন- একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে প্রাণনাশের হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের ক্ষেত্রে চরম হুমকি। তারা অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সাঈদ আহমেদ জানান, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ময়দান ডিগ্রি কলেজ, সোনাহাট হাইস্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইসলাম হোসেন সোমবার বিকেলে এ হুমকি দেন। ঘটনার পর এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৩৪) নথিভুক্ত করা হয়েছে।


এতে উল্লেখ করা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়নের স্বার্থে ইসলাম হোসেনের সঙ্গে কথা বলতে চান প্রতিবেদক। এ লক্ষ্যে তিনি নিজের পেশাগত পরিচয় উল্লেখ করে ইসলাম হোসেনকে মুঠোফোনে এসএমএস পাঠান। পরে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোন রিসিভ করলে ইসলাম হোসেনকে সংবাদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়। এতে সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যান। প্রতিবেদককে ‘সাংবাদিকতা শিখিয়ে দেয়া হবে’ বলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। প্রতিবেদককে দেখে নেয়া হবে-মর্মে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট