শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন ছাড়ালো ৪ হাজার ৭০০ কোটি টাকা

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন ছাড়ালো ৪ হাজার ৭০০ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৭৩৫ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। একইসঙ্গে বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির প্রধান সূচক ও শরীয়াহ সূচক বাড়লেও কমেছে বাছাই করা কোম্পানিগুলোর মূল্যসূচক। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৪ দশমিক ৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি স্থির হয়েছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে।

শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ পাঁচ কার্যদিবসে ৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। তবে অপর সূচক ‘ডিএস ৩০’ বিদায়ী সপ্তাহে ০ দশমিক ২৪ পয়েন্ট হারিয়েছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।

লেনদেনের সঙ্গে সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ ২৯ হাজার টাকা বেশি।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৮টির শেয়ারদর বেড়েছে। দর কমেছে ২৩টির। বাকি ১৯৭ কোম্পানির শেয়ারদর গত সপ্তাহে অপরিবর্তিত ছিল।

সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির ৩১০ কোটি ৬৭ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৪৪ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২৭ দশমিক ৪২ শতাংশ।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত